• ‘বিকশিত ভারত’-এর বার্তা পাঠানো বন্ধ হোক, কেন্দ্রকে নির্দেশ দিল নির্বাচন কমিশন ...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বন্ধ হোক হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের বার্তা পাঠানো। কেন্দ্রকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সামনেই নির্বাচন দেশের। আদর্শ আচরণ বিধি জারি থাকার সময়কালে যাতে এই ধরণের বার্তা আর পাঠানো না হয়, সেই প্রসঙ্গে নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম মেনে, তারপর থেকেই জারি হয়ে যাচ্ছে আদর্শ আচরণ বিধি। কিন্তু তারপরেও দেশবাসীর ফোনে ঢুকেছে বিকশিত ভারতের বার্তা। বাংলার শাসক দলের তরফ থেকেও অভিযোগ করা হয়। তাদের দাবি, মোদির নেতৃত্বে ভারত সরকার এই বার্তা পাঠাচ্ছে। এই ঘটনা আদর্শ বিধি ভঙ্গ বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তারপরেই নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, অবিলম্বে এই বার্তা পাঠানো বন্ধ করতে হবে।
  • Link to this news (আজকাল)