• ‌ ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা, মোদি সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কংগ্রেসের...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। তার কিছুদিন পরেই কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেন, আয়কর দপ্তর নিয়ম–বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। যদিও এর বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করেছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায় অনুযায়ী কংগ্রেসের ৭০ কোটির কর বকেয়া আছে, যা দিতেই হবে বলা হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনরা। সোনিয়া বলেন, ‘‌কংগ্রেসকে পরিকল্পনামাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ শতাংশ ভারতীয় আমাদের ভোট দেয়। কিন্তু আমরা প্রচারে টাকা খরচ করতে পারছি না। সাত বছর আগে ১৪ লাখ নগদের জন্য ২১০ কোটি জরিমানা। অথচ নিয়ম বলে সর্ব্বোচ দশ হাজার জরিমানা হতে পারে। এটা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।’‌ রাহুল বলেন, ‘‌কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ হল মোদি–শাহের অপরাধমূলক গতিবিধি।’ কংগ্রেস নেতাদের কথায়, ‘‌রাতারাতি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তো কী করবেন?‌ কংগ্রেসের সঙ্গে ঠিক এটাই করা হয়েছে। নির্বাচনের দু’‌মাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কমিশনও কিছু বলছে না। প্রচার হবে কীভাবে।’‌ খাড়গে বলেছেন, ‘‌দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইলে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন।’ সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলল কংগ্রেস। 
  • Link to this news (আজকাল)