• 'ইডি যেন গ্রেপ্তার না করে', দিল্লি হাইকোর্টে আবেদন কেজরিওয়ালের ...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তারির আশঙ্কাতেই ইডির তলব বারবার এড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! বুধবার দিল্লি হাইকোর্টে মুখ্যমন্ত্রীকে পাঠানো ইডির ন’টি সমনকে চ্যালেঞ্জ জানানোর মামলার শুনানি হয়েছিল। হাইকোর্ট অবশ্য সমনে কোনও স্থগিতাদেশ দেয়নি। এরপরই হাইকোর্টে কেজরিওয়ালের নয়া আবেদন, এই মামলায় তাঁর বিরুদ্ধে ইডি যেন কোনও কড়া পদক্ষেপ না নেয়। তিনি হাজিরা দিলে, তাঁকে যেন গ্রেপ্তার না করা হয়। বৃহস্পতিবার কেজরিওয়ালের এই পিটিশনের শুনানি রয়েছে। দিল্লি আবগারি দুর্নীতিতে এর আগে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিংকে গ্রেপ্তার করেছে ইডি। এরপরই কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ৮ বার ইডির তলব এড়িয়েছেন। নবমবার তাঁকে আবারও তলব করা হয়েছে। ২১ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির সমনকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল জানান, ইডি যদি গ্রেপ্তার না করার আশ্বাস দেয়, তবেই তদন্তে সহযোগিতা করতে তিনি রাজি। এমনকী হাজিরা দিতেও রাজি। বিচারপতি সুরেশ কুমার কাইতের ডিভিশন বেঞ্চ আজ কেজরিওয়ালের এই আবেদনের শুনানি করবে।
  • Link to this news (আজকাল)