• পুলিশের হাতে ধরা পড়ল আইসিস প্রধান ও তার সহযোগী
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ পুলিশের হাতে ধরা পড়ল দুই আইসিস জঙ্গি। ধৃতদের মধ্যে এক জন ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান, অপরজন তাঁর সঙ্গী। মঙ্গলবার ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে অসমের ধুবড়ি জেলা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই জঙ্গিকে। ধৃতদের এনআইএ–র হাতে তুলে দেওয়া হবে। অসম পুলিশের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে ধুবড়ি জেলার ধর্মশালা এলাকা থেকে দুই আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম হ্যারিশ ফারুকি ওরফে হ্যারিশ আজমল ফারুকি এবং অনুরাগ সিং। ভারতে আইসিস সংগঠনের প্রধান ফারুকি। অপর জঙ্গির নাম অনুরাগ সিং ওরফে রেহান। জানা গিয়েছে, পানিপথের বাসিন্দা অনুরাগ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তাঁর স্ত্রী বাংলাদেশের নাগরিক। অসম পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিরা ভারতে নতুন জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদে আর্থিক মদত জোগাড় করতেই এসেছিল। দেশের একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল তাদের। অভিযুক্তদের নামে দিল্লির এনআইএ, লখনউ এটিএসের একাধিক মামলাও রয়েছে। 
  • Link to this news (আজকাল)