• ‌বাংলাদেশে ১০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত অবশেষে গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা থেকে...
    আজকাল | ২১ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশে ১০০ কোটি টাকা প্রতারণা ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত সাতক্ষীরা প্রগতি সঞ্চয় ও ঋণদান কো–অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এপার বাংলার উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থেকে। গোপন সূত্রের ভিত্তিতে গত রবিবার রাতে গোবরডাঙা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। বর্তমানে কলকাতা বিমানবন্দর সংলগ্ন দমদম সেন্ট্রাল জেলে রয়েছে প্রাণনাথ দাশ। পুলিশ জানিয়েছে, ২০১২ সালে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো–অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাসকে নিযুক্ত করেন। সাধারণ মানুষকে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে এপার বাংলায় পালিয়ে আসেন তিনি। এরপরেই সাতক্ষীরায় বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগীরা। এসটিএফের তথ্য অনুযায়ী ভারতে আগে থেকেই নিজের ও পরিবারের অন্য সদস্যদের ভুয়ো ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা অর্থে কলকাতার নিউটাউনে কিনেছিলেন কয়েক কোটি টাকার বাড়ি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে ঢোকেন তিনি ও তার পরিবার। এরপর নিউটাউনের সেই বাড়িতে ওঠেন পরিবার নিয়ে। এসটিএফের দাবি, রবিবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন প্রাণনাথ। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাণনাথ দাসের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।
  • Link to this news (আজকাল)