প্রার্থী বাছাইয়েও শুভেন্দু-সুকান্ত দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দিল্লি
প্রতিদিন | ২১ মার্চ ২০২৪
স্টাফ রিপোর্টার: কুড়ি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে থেমে গিয়েছে বিজেপি (BJP)। উল্টোদিকে তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে। বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে বঙ্গ বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) আলাদা পছন্দের প্রার্থীদের নাম রয়েছে বিভিন্ন কেন্দ্রে। আর সেখান থেকে একজনকে চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। ফলে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ পদ্ম শিবিরেও। বহু আসনেই হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বিজেপির নেতা-কর্মীদের।
ঘোষণা না হওয়া আসনগুলির মধ্যে জোর জল্পনা ও প্রশ্ন, বিজেপির দ্বিতীয় তালিকায় মেদিনীপুর আসনে দিলীপ ঘোষের নাম কি থাকবে? দলের প্রাক্তন রাজ্য সভাপতি কি টিকিট পাচ্ছেন? এটা নিয়েই আলোচনা চলছে বঙ্গ বিজেপির অন্দরে। প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করছিলেন বিদায়ী সাংসদ। কিন্তু গত ১৫ মার্চ থেকে আর মেদিনীপুরমুখী হচ্ছেন না দিলীপ। দলের অন্দরেই জল্পনা, এবার মেদিনীপুরে তাঁকে প্রার্থী করা হচ্ছে না। তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করাতে পারে বিজেপি।