Trinamool Congress: BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের বড় উদ্যোগ, মতামত জানাতে পারবেন আপনিও
এই সময় | ২১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনে 'নিউ এজ' প্রচারে ঝুঁকল তৃণমূল। গত ১০ মার্চ ব্রিগেড ময়দান থেকে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছিল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের শেষে একটি ভিডিয়ো দেখান, যেখানে কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনা থেকে শুরু করে বিজেপির প্রতি আক্রমণ ছিল পরতে পরতে। এবার এই ভিডিয়োকে সামনে রেখে নতুন প্রচার ক্যাম্পেন শুরু করল তৃণমূল।https://jonogonergorjon.com/ নামক একটি পোর্টাল চালু করেছে তৃণমূল। যাঁরা এই লিঙ্কে ক্লিক করছেন সেখানে এই ভিডিয়ো দেখানো হচ্ছে।
পাশাপাশি সেখানে একটি জায়গায় লেখা, 'শপথ নিন'। সংশ্লিষ্ট অপশনে ক্লিক করলে কয়েকটি প্রশ্ন ভেসে উঠছে স্ক্রিনে। এই প্রশ্নগুলি পরপর লেখা হল-
স্বামী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। বাংলার সংস্কৃতির অসম্মান করেছে। আপনার কি মনে হয়, এটা ঠিক?বাংলার বাইরে থেকে এসে বহিরাগতরা ষড়যন্ত্র করে আর বাংলার বাইরে গিয়ে বাংলাকেই অপমান করে। আপনার কি মনে হয়, এটা ঠিক?দশ বছর ধরে দিল্লির জমিদাররা কেবল ভোটের সময়ই বাংলায় এসে নানা ভুয়ো প্রতিশ্রুতি দেয়। এভাবেই জুমলা করে ভোটের পর তারা কোনও কথাই রাখে না। আপনার কি মনে হয়, এটা ঠিক?গত পাঁচ বছরে আমাদের থেকে দিল্লির জমিদাররা ৪.৬ লক্ষ কোটি টাকা কর হিসেবে নিয়ে গেছে। অথচ আমাদের হকের ১.৬ লক্ষ কোটি টাকা জোরজবরদস্তি আটকে রেখেছে। আপনার কি মনে হয়, এটা ঠিক?১০০ দিনের কাজের প্রায় ৬০ লক্ষ কর্মীদের কাজ করিয়েও হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে । আপনার কি মনে হয়, এটা ঠিক?বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। হকের টাকা আটকে ১১ লক্ষ পরিবারের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে ওরা। আপনার কি মনে হয়, এটা ঠিক?বাংলার মানুষ যখন তাদের হকের টাকা চাইতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন তাদের ওপর পুলিশ অত্যাচার করে। আপনার কি মনে হয়, এটা ঠিক?রাজনৈতিক কারণে বাংলা বিদ্বেষী মনোভাব রেখে বাংলার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদেরকে ঘৃণা করা এবং অন্যায়ভাবে তাদের জোরজবরদস্তি বঞ্চিত করা। এই কারণগুলোর জন্য বিজেপি কি বাংলা বিরোধী নয়?
এক্ষেত্রে হ্যাঁ এবং না এই দুটি অপশন দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। প্রচারের এই অভিনব ধরন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। লোকসভা নির্বাচনের আগে ডিজিটাল প্রচারের মাধ্যমে তরুণ ভোটারদের মন জানতে চাইছে তৃণমূল, মনে করছে ওয়াকিবহাল মহল।