Arunachal Pradesh China News: 'অরুণাচল ভারতেরই', চিনের দাবিতে ভারতের হয়ে সওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের
এই সময় | ২১ মার্চ ২০২৪
ফের অরুণাচল প্রদেশের দাবি জানালো চিন। সোমবার চিনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশকে তিব্বের অংশ বলে দাবি করে। যদিও এই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে চিনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গল বার সাফ জানিয়ে দেন, অরুণাচল প্রদেশ নিয়ে চিন ক্রমাগত যুক্তিহীন কথা বলছে। চিনা সমরিক বিভাগের সাম্প্রতিক সব মন্তব্যই নজরে রাখা হয়েছে।গত ৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল সফরে যান। সেখানে গিয়ে চিন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয়তম সুড়ঙ্গ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সফরের পরই উত্তর-পূর্বের ওই রাজ্য নিয়ে তৎপরতা শুরু করেছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। এর আগে চিনের পররাষ্ট্র দাবি করেছিল অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ডের অংশ। একই সঙ্গে এই বিতর্কে জড়িয়েছে চিনা ফৌজও। ২০২৩ সালে চিনের এক সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে সেখানকার এক সংবাদপত্র জানায়, জিনপিং সরকার অরুণাচলের ১১টি এলাকার নাম পরিবর্তন করেছে। যাদের মধ্যে আছে পাঁচটি পর্বতশৃঙ্গ, দু'টি মলভূমি, দু'টি আবাসিক এলাকা, এবং দু'টি নদী। সেই নামকরণের পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তরফে চিনের এই পদক্ষেপের কড়া নিন্দা করা হয় এবং এক বিবৃতিতে বলা হয়, অরুণাচল প্রদেশের যে ১১টি অঞ্চলের নাম পরিবর্তনের কথা বলা হচ্ছে সেগুল সবক'টিই ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তারপরও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে জিনপিং সরকার।
অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে কোনওদিনই স্বীকৃতি দেয়নি চিন। তাদের দাবি, উত্তর-পূর্ব ভারতের এই অংশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ। তবে এই প্রথম নয়, এর আগেও দু’বার অরুণাচল প্রদেশের নাম বদলেছে চিন। ২০১৭ সালে দলাই লামা অরুণাচল প্রদেশ সফরের পর সেই রাজ্যের ছ'টি জায়গার নাম বদলে ফেলে চিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২০২১ সালে ফের নতুন করে ১৫টি জায়গার নাম বদলের কথা জানানো হয়।
চিনের এই মানসিকতার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ মার্চ এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, অরুণাচল প্রদেশ ভারতের অংশ, আর তাই ওই অঞ্চলের অখণ্ডতা কোনওভাবেই নষ্ট করতে পারে না চিন। এটা চিনের সম্পূর্ণ একপাক্ষিক প্রচেষ্টা। যে কোনও একপক্ষিক প্রচেষ্টার প্রতি নিন্দা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।