Lok Sabha Election 2024: 'হাতের' বোতামেই 'হাত' দিতে পারবেন না সোনিয়া-রাহুলরা, কারণ জানেন?
এই সময় | ২১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। রাজধানী দিল্লিতে সাতটি লোকসভা আসনে ভোট রয়েছে ষষ্ঠ দফায় ২৫ মে। এবার দিল্লিতে আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেস একযোগে নির্বাচনে লড়ছে। সাতটি আসনের মধ্য়ে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে আপ ও কংগ্রেসের মধ্য়ে। দিল্লিতে আপ লড়বে চারটি আসনে তথা নতুন দিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি এবং পশ্চিম দিল্লি। একই সঙ্গে চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লি পেয়েছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেসকে ভোট দিতে পারবেন স্বয়ং গান্ধী পরিবারের সদস্যরা তথা রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া। কারণ কী?এবারের লোকসভা নির্বাচনে নিজেদের দল তথা কংগ্রেসকেই ভোট দিতে পারবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর স্বামী রবার্ট বঢরা। কারণ কী?
কংগ্রেসকে ভোট দিতে পারবে না গান্ধী পরিবারের কয়েক জন সদস্য
এবার নির্বাচনে কংগ্রেসকে ভোট দিতে পারবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর স্বামী রবার্ট বঢরা। কারণ তাঁরা প্রত্যেকেই নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের ভোটার। আপ ও কংগ্রেসের সমঝোতা অনুযায়ী, এই আসনটি দিল্লির মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের হাতে রয়েছে এবার। নয়া দিল্লি আসন থেকে আপ প্রার্থী করেছে সোমনাথ ভারতীকে।
কোথায় ভোট দেয় গান্ধী পরিবার?
গত লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা তথা ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী দিল্লির ঔরঙ্গজেব লেনের একটি বুথে ভোট দেন। সোনিয়া গান্ধী নির্মান ভবনে অবস্থিত ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরা ও ছেলে রোহান বঢরা ভোট দিয়েছিলেন লোধি রাজ্যের এলাকার একটি বুথে। এই সব এলাকাই নয়া দিল্লি লোকসভা কেন্দ্রের অধীনে।
একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি নয়া দিল্লি
১৯৫১ সালে গঠিত হয় নয়া দিল্লি লোকসভা কেন্দ্র। এখনও পর্যন্ত কংগ্রেস সেখানে জিতেছে সাতবার। ১৯৫২ সাল ২০১৯ সাল পর্যন্ত প্রতিবারই কংগ্রেস এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২০০৪ ও ২০০৯ সালে নয়া দিল্লি আসনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের অজয় মাকেন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসনে লোকসভা নির্বাচনে জয়ী হন মীনাক্ষী লেখি।
গত দুই নির্বাচনে দিল্লিতে জয় পেয়েছে কংগ্রেস
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিজেপি। এবার আপের সঙ্গে জোট বেঁধে এই আসন থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সাতটি আসনের মধ্যে আপ পেয়েছে চারটি এবং কংগ্রেস পেয়েছে তিনটি আসন।