• Viksit Bharat Messages : হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজে 'না', লোকসভার আগে কেন্দ্রকে কড়া বার্তা কমিশনের
    এই সময় | ২১ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে চালু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচন বিধি। কিন্তু তারপরেও কেন্দ্রে তরফে বিভিন্ন জনের মোবাইলে আসছে বিকশিত ভারতের মেসেজ। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অনেক সাধারণ মানুষের কাছে এই নিয়ে অভিযোগ পায় নির্বাচন কমিশন। তারপরেই কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় এখন আর নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের মেসেজ কাউকে ফরোয়ার্ড করা যাবে না বলে সাফ জানিয়েছে কমিশন। এই নিয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরকেও। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে কেন্দ্র। তাদের দাবি, আগেই ওই বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে সেগুলি দেরিতে পৌঁছায়।

    ভোট ঘোষণা

    লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। গত ১৬ তারিখে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত, সাত দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৪ জুন। ওই তফসিল ঘোষণা করার সঙ্গেই চালু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি বা MCC। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে ওই বিকশিত ভারত নিয়ে মেসেজ।

    কী জানিয়েছে কমিশন?

    নির্বাচন কমিশনের সিনিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র এন বাটলিয়া জানিয়েছেন তারপরেও অনেকেই হোয়াটস অ্যাপে বিকশিত ভারত সম্পর্কে মেসেজ পেয়েছেন। এই নিয়ে অনেক অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। তাই কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যতদিন নির্বাচনী আচরণ বিধি জারি থাকবে তত দিন এই নিয়ে কোন মেসেজ পাঠানো যাবে না বলেও পরিষ্কার করে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    কাকে নির্দেশ?

    নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে (MeitY)। তারা নির্দেশ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে 'বিকশিত ভারত' সম্পর্কে মেসেজ পাঠানো হচ্ছে অবিলম্বে বন্ধ করতে হবে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও কেন ওই মেসেজ পাঠানো হয়েছে তা নিয়েও ব্যাখা চেয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপটি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ বলে নিশ্চিত করার জন্য জন্য নেওয়া একাধিক সিদ্ধান্তের অংশ বলে জানিয়েছে কমিশন।

    কেন্দ্রের সাফাইযদিও কেন্দ্র দাবি করেছে আগেই ওই বার্তা পাঠানো হয়েছে। MeitY তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে যদিও MCC কার্যকর হওয়ার আগে সেগুলি পাঠানো হয়েছিল। কিন্তু সম্ভবত ‘সিস্টেমিক’ এবং নেটওয়ার্ক সীমাবদ্ধতার কারণে সেগুলি পৌঁছাতে দেরি হয়েছে।
  • Link to this news (এই সময়)