• বিজেপির-র তৃতীয় তালিকাতেও ব্রাত্য বাংলা, গেরুয়া শিবিরে বাড়ছে হতাশা
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • জল্পনা ছিলই, সেই মতো বৃহস্পতিবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন ৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। তবে সেই তালিকায় নাম নেই বাংলার কোনও প্রার্থীর। ফলে ফের একবার বাংলার বিজেপি নেতা কর্মী সর্থকদের একটা বড় অংশ হতাশ বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। এই তালিকায় মোট ৯টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে সেই সবক'টি আসনই দক্ষিণ ভারতের।প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তারপর দ্বিতীয় দফায় বাংলার কোনও আসনে প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলার নেতা কর্মীদের মধ্যে উঠতে থাকে প্রশ্ন। তবে সেই সময় আশা করা হয় যে হয়ত তৃতীয় দফার তালিকায় শিকে ছিড়বে বাংলার। কিন্তু শেষ পর্যন্ত এবারেও বঙ্গ বিজেপির ঝুলিতে এল হতাশাই। এই দফাতেও নতুন কোনও প্রার্থী পেল না বঙ্গ বিজেপি।

    ততীয় দফার প্রার্থী তালিকা

    কয়েকদিন আগেই এই প্রার্থী নিয়ে বিজেপিকে খোঁচা দেয় তৃণমূল। এই প্রসঙ্গে দিন কয়েক আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ বলেন, 'কে কে হারবে সেই নাম এখনও ঠিক করতে পারেনি বিজেপি। ওদের ভোটে লড়া মানে তো হারা। লোক পাচ্ছে না, আর আমাদের তো ৪২টা কেন্দ্রে ঝড় উঠে গিয়েছে। এরপর দেওয়াল কোথায় পাবে?' কুণাল আরও বলেন, 'মানুষ জানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে, আর তৃণমূল জানে মানুষ পাশে আছে। তাই ৪২-এ ৪২ টার্গেট নিয়ে নেমে পড়েছে।'

    যদিও সেই সময় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'মানুষকে ঠিক সময় প্রার্থী তালিকা জানিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, সেটা আমরা জানিয়ে দেব। বিজেপির ওপর মানুষের আগ্রহ এতটাই বেশি যে প্রার্থী তালিকা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।' এদিন তৃতীয় তালিকাতেও বাংলার কোনও প্রার্থীর নাম না থাকায় শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিজেপির প্রচার নিয়ে অন্য অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন। আমাদের রণকৌশল তো কোনও রাজনৈতিক দলের প্রশ্নতে ঠিক হবে না, বা কোনও স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, আমরা ঠিক সময় প্রার্থী ঘোষণা করব। আমরা সংগঠনগতভাবে প্রস্তুত।' যদিও বিজেপি ঠিক সময়ে ঘোষণা করবে বললেও, রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, এর ফলে হয়ত প্রচারের ময়দানে কিছুটা হলেও পিছিয়ে পড়তে পারে বিজেপি। এখন দেখার শেষ পর্যন্ত কৌন রণকৌশল নেয় গেরুয়া শিবির।
  • Link to this news (এই সময়)