• Arvind Kejriwa ED: কেজরিওয়ালের বাড়িতে ইডি হানা, গ্রেফতারির আশঙ্কা
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানা। আপ সুপ্রিমোর বাড়িতে হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এসিপি পদমর্যাদার একাধিক কর্মকর্তা পৌঁছেছেন তাঁর বাড়িতে। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মোতায়েন পুলিশ।আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে পরপর নয়বার নোটিশ পাঠায় ইডি। তবে কোনওবারই হাজিরা দেননি আপ সুপ্রিমো। সম্প্রতি ইডি রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে আবেদন জানায়। কেজরিওয়াল সশরীরে হাজির হয়ে ১৫ হাজার টাকার বন্ডে জামিন পান। এরপর ইডির নোটিশকে 'বেআইনি' দাবি করে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল।

    দেখুন ভিডিয়ো

    দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই মামলায় ইতিমধ্যেই ইডি ও সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতি মামলায় জেরা করার জন্য ইতিমধ্যেই নয়বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু কোনওবারই হাজিরা দেননি কেজরিওয়াল। কেজরিওয়াল এদিন আদালতে জানিয়েছেন ইডি যদি গ্রেফতার না করার আশ্বাস দেয়, তবে তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে এবং হাজিরা দিতে রাজি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে একাধিক মামলায় অরবিন্দ কেজরিওয়াল ইডির নজরে রয়েছে। আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি- দুই ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে কেজরিওয়ালের বিরুদ্ধে। দুই মামলাতেই জেরা করতে চেয়ে চলতি সপ্তাহে আপ সুপ্রিমোকে তলব করে ইডি।কেজরিকে জল বোর্ড মামলায় সোমবার সশরীরে হাজিরা দিতে বলা হয় । কিন্তু সেই তলব দিল্লির মুখ্যমন্ত্রী এড়িয়ে যান। বৃহস্পতিবার আবগারি দুর্নীতিতে তলব করা হলেও হাজিরা দেননি। কিন্তু রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
  • Link to this news (এই সময়)