• BJP Candidate List 2024 : ফোকাসে দক্ষিণ ভারত, বিজেপির তৃতীয় প্রার্থীতালিকায় কোন বড় চমক?
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • তৃতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল BJP। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া এই তালিকায় একাধিক বড় চমক রয়েছে। বিশেষ ফোকাস রাখা হয়েছে দক্ষিণ ভারতে। তবে ব্রাত্য রয়ে গেল বাংলা।প্রার্থীতালিকায় বড় চমকএবারের প্রার্থীতালিকায় ঠাঁই হয়েছে কেবলমাত্র তামিলনাড়ুর। সে রাজ্যের নয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনকে টিকিট দিয়েছে BJP। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।২০১৯ সালের লোকসভা নির্বাচনে থুথুক্কুড়ি কেন্দ্রে থেকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে থা ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধির বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজন। ২০১৯-এর ১ সেপ্টেম্বর তাঁকে তেলঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল। গত ২০ মার্চ তামিলসাই সৌন্দররাজন তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিতে ফের যোগ দেন। এ ছাড়া তালিকায় নাম রয়েছে বিজেপির তামিলনাড়িুর সভাপতি কে আন্নামালাইয়েরও। কোয়েম্বাটোর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলগিরি কেন্দ্র থেকে।

    ব্রাত্য বাংলা, উত্তর প্রদেশলোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। একাধিক দল আংশিক প্রার্থীতালিকা ঘোষণা করলেও বাকি রয়েছে বেশ কিছু হেভিওয়েট কেন্দ্র। বাংলার এখনও ২২টি আসনে প্রার্থীদের নাম নিয়ে কাটাছেঁড়া চালাচ্ছিল BJP। তালিকায় ছিল উত্তর প্রদেশের ২৫টি আসনও। তারপর মধ্যে অধিকাংশই স্টার কেন্দ্র। তবে সেগুলির কোনওটির প্রার্থীর নামই এদিন ঘোষণা করা হল না।

    BJP Candidate List 2024 : বিজেপির প্রার্থীতালিকায় কারা?

    রায়বরেলি আসনটি বিশেষভাবে নজরে ছিল রাজনৈতিক মহলে। এই আসন ছেড়ে সদ্যই রাজ্যসভায় পাড়ি দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর ছেড়ে যাওয়া এই আসনে কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভায় হাতেখড়ি হতে পারে বলেও জল্পনা রয়েছে। ফলে এই আসনে BJP কাকে ময়দানে নামায়, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের। অনুমান ছিল এই আসন থেকে BJP-র টিকিটে লড়তে পারেন নুপূর শর্মা। হজরত মহম্মদ নিয়ে তাঁর করা মন্তব্য চরম বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় খবরের শিরোনামে ছিলেন তিনি।

    সূত্রের খবর, বাংলারও বেশ কিছু আসনে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লি ডেকে পাঠানো হয়। সোমবার বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলার বাকি ২২ আসনের প্রার্থীদের নাম স্থির করা হয় বলে খবর। সেই বৈঠকে বাংলার দুই সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ , জঙ্গিপুর , কৃষ্ণনগর , ব্যারাকপুর , দমদম, বারাসত, বসিরহাট , মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা (দক্ষিণ) , কলকাতা (উত্তর), উলুবেড়িয়া, শ্রীরামপুর , আরামবাগ , তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বীরভূম কেন্দ্রগুলিতে প্রার্থীদের নাম নিয়ে চর্চা হয়।
  • Link to this news (এই সময়)