• Mimicry artist: কিশোর কুমার থেকে মহম্মদ রফি, ৯২ শিল্পীকে হুবহু নকল, তরুণ তুর্কির তাক লাগানো প্রতিভাকে বিরাট সম্মান
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • অনেকেই আছেন যারা অন্যদের একটু আধটু নকল করতে বা মিমিক্রি করতে বেশ ওস্তাদ। কিন্তু তাই বলেই একশো- ছুঁইছুঁই সেলিব্রিটিকে নকল করা কী মুখের কথা! তেমনই এক কাণ্ড ঘটিয়ে অসাধ্য সাধন করেছেন মালদার অভিষেক সাহা। তার তাতেই জিতে নিয়েছেন ‘ইন্ডিয়া’স ওয়ার্ল্ড রেকর্ড’ সহ একাধিক পুরষ্কার। মিমিক্রি আর্টিস্ট হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন পেশায় বহুজাতিক সংস্থার কর্মী অভিষেক।

    মিমিক্রি ছাড়াও ভালবাসেন গান গাইতে। এর পাশাপাশি নাচ, অভিনয়, লেখালেখি সেই সঙ্গে মানুষকে অনুপ্রেরণা দিতেও তিনি ভালবাসেন। পরিবারের সদস্যদের থেকে বরাবরই সাপোর্ট পেয়ে এসেছেন তিনি। অভিষেক বলেন, ‘পরিবারের মানুষদের পাশে না পেলে এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। আমার বাবা, মা, স্ত্রী, বোন, মেয়ে সকলেই আমাকে এই কাজে বিশেষ ভাবে উৎসাহ জুগিয়ে গিয়েছেন’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)