• BAN vs SL: ম্যাথিউসকে অপমান করার পরেই বিপত্তি! আঙুলে বড় চোটের শিকার মুশফিকুর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • Mushfiqur Rahim ruled out:

    তবে, তৌহিদ তো না হয় দলে জায়গা পেলেন। কিন্তু, মুশফিকুর কবে দলে ফিরবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান স্পষ্টভাবে জানিয়েছেন যে রহিম অন্তত তিন থেকে চার সপ্তাহ খেলতে পারবেন না। বায়জেদুল বলেন, ‘ম্যাচের পরে, ঢাকায় মুশফিকুরের এক্স-রে পরীক্ষা হয়েছে। দেখা গেছে, ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে একটি অ্যাভালশন ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে তাঁর এই ইনজুরির চিকিৎসা চলছে। অন্তত প্রায় তিন থেকে চার সপ্তাহ ও খেলতে পারবে না। সেই জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)