• Rohit Sharma: মুম্বইয়ের অনুশীলনে নামলেন না রোহিত! ঝামেলার মুম্বইয়ে ফের একবার বিতর্কের দাবানল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • Rohit Sharma misses Mumbai Training session:

    এবার তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, রোহিত শর্মা থাকায় তাঁর মুম্বই টিম চালাতে কোনও অসুবিধা হবে কি না? জবাবে হার্দিক বলেছেন, ‘হ্যাঁ এবং না। কারণ, তিনি পথে আছেন, খেলছেন। আমরা সবাই পেশাদার। আর, এই সময়ে গোটা টিম একজোট হয়েছে। আমরা খেলব। মাত্র কয়েক মাস হল, আমরা একে অপরের সঙ্গে নেই। আইপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই রোহিত চলে এলে, ওঁর সঙ্গে কথা হবে। সবচেয়ে বড় কথা, আমার দরকার পড়লে, ওঁর কাছে সাহায্য চাইলে যে করবে না, তেমনটা কিন্তু না। রোহিত ভারতের অধিনায়ক। সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)