ED Team Reaches Delhi CM Arvind Kejriwal’s Residence:
দিল্লি সরকারের তরফে ২০২১-২২ সালের আবগারি নীতিতে ঘুষের বিনিময়ে বেশ কিছু সুরা ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়া হয়েছিল বলে। আপ সরকার অভিযোগ উড়িয়ে দেয়। প্রণিত নয়া নীতিও পরে খারিজ করা হয়। সেই অভিযোগেরই তদন্ত চালাচ্ছে ইডি। দিল্লি আবগারি মামলায় দিন কয়েক আগেই বিআরএস নেত্রী কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি।বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এছাড়াও এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।