• Arvind Kejriwal ED: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • ED Team Reaches Delhi CM Arvind Kejriwal’s Residence:

    দিল্লি সরকারের তরফে ২০২১-২২ সালের আবগারি নীতিতে ঘুষের বিনিময়ে বেশ কিছু সুরা ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়া হয়েছিল বলে। আপ সরকার অভিযোগ উড়িয়ে দেয়। প্রণিত নয়া নীতিও পরে খারিজ করা হয়। সেই অভিযোগেরই তদন্ত চালাচ্ছে ইডি। দিল্লি আবগারি মামলায় দিন কয়েক আগেই বিআরএস নেত্রী কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি।বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এছাড়াও এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)