• MS Dhoni Quit CSK Captaincy: ২৪ ঘন্টা আগেই কেন নেতৃত্ব ত্যাগ ধোনির! CSK অন্দরমহলের তথ্য ফাঁস, সামনে এল আসল কারণ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • Chennai Super Kings New Captain Ruturaj Gaikwad:

    গায়কোয়াড়ের ব্যাপারে মহারাষ্ট্রের অলরাউন্ডার আজিম কাজি বলেন, ‘উনি আমাদের সবকিছু হয়ে উঠেছে। আমরা নতুন জিনিস শিখতে পাচ্ছি। আমাদের প্রস্তুতির টোটাল সেট-আপ পরিবর্তন করেছেন। হোটেলেও আমরা দল হিসেবে একসঙ্গেই আছি। যেমন, তিনি হোটেলে তাঁর ঘর সবসময় খোলা রেখেছিলেন, যাতে আমরা সেখানে যেতে পারি। কোনও কিছুর জন্য তাঁর সাহায্য চাইতে পারি। যদি কোনও খেলোয়াড় ভুল করেন, তবে তিনিই (গায়কোয়াড়) প্রথম ব্যক্তি যিনি মাঠের বাইরে থেকে নির্দেশ দেন- কীভাবে তা সংশোধন করা যাবে। আরও আকর্ষণীয় বিষয় হল, তিনি গেম প্ল্যান ঠিক করেন। কে কী করবেন, তা ঠিক করে দেন। সঙ্গে আমাদের পরামর্শও নিয়েছেন।’ এভাবেই মহারাষ্ট্রের অধিনায়কের ভূমিকাকে ব্যবহার করে, গায়কোয়াড় এবার ধোনির জুতোয় পা রাখলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)