Car helicopter Video Viral: সামনে থেকে গাড়ি, পিছন থেকে কপ্টার, তোলপাড় ফেলা আবিষ্কার, এখন চর্চা সর্বত্র!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
সামনে থেকে গাড়ি, পিছন থেকে কপ্টার। আবিষ্কারে চমকে উঠল গোটা বিশ্ব। গাড়ির ভোলবদলে হেলিকপ্টারে রূপান্তরিত করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় লোকজন এই গাড়ির ভিডিও দেখে রীতিমত অবাক। ভিডিও ভাইরাল হতেই পুলিশ গাড়িটিকে অবৈধ ঘোষণা করেছে। বাজেয়াপ্ত করা হয় সেই গাড়িটিকে।
অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পান্ডে বলেন, এভাবে গাড়ি পরিবর্তন করার আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। তদন্তে ট্রাফিক পুলিশ তা ধরেছে। এমভি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ জরিমানা নেওয়া হয়েছে এবং এটি চালানোর অনুমতি দেওয়া হবে না।