• গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রসংঘে প্রস্তাব জমা দিল আমেরিকা...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইজরায়েলি পণবন্দিদের মুক্তিতে আমেরিকা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া একটি প্রস্তাব দিয়েছে। এমনটাই জানালেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েলের সমর্থক আমেরিকা প্রায় ছমাস চলা গাজা যুদ্ধের বিষয়ে রাষ্ট্রসংঘের সুরক্ষা কাউন্সিলের আগের ভোটগুলিতে ভেটো দিয়েছে। সম্প্রতি আলজেরিয়া একটি খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব জমা দেয়। সেই প্রস্তাবে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ কথা ছিল। কিন্তু আমেরিকা ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতির আপত্তি জানিয়ে ভেটো দেয়। ব্লিঙ্কেন আরও বলেন, একটি প্রস্তাব আছে, যেটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সামনে পেশ করেছি। এতে যুদ্ধবিরতি এবং পণবন্দিদের মুক্তি দেওয়ার ডাক দেওয়া হয়েছে। আমরা আশা করি অনেক দেশই এতে সমর্থন জানাবে। 
  • Link to this news (আজকাল)