• ইন্দোনেশিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা ...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবিতে ৫০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। বুধবার সকালে আচেহ প্রদেশের পশ্চিম উপকূলের কুয়ালা বুবন সৈকত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের উত্তাল সমুদ্রে নৌকাটি দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। জেলেরা নৌকাটিতে থেকে চার মহিলা ও দুই পুরুষ সহ ছয়জনকে উদ্ধার করেন এবং তাঁদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে তাঁরা রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন। রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাঁকে বলেছেন, অনেকেই জলে ডুবে মারা গেছেন। তিনি আরও জানান, "হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন, অনেকে মারা গেছেন। তাঁদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের প্রাণ যায়।" যাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাঁদের বেশিরভাগই সাঁতারে অক্ষম মহিলা ও শিশু। স্রোতে তাঁরা সমুদ্রে ভেসে যান। নৌকাটি কেন ডুবে গিয়েছিল, তা এখনও অস্পষ্ট।
  • Link to this news (আজকাল)