• আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়াল
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  •  আজকাল ওয়েবডেস্ক: আপের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা সত্যি হল বৃহস্পতিবার রাত বাড়তেই। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে গ্রেপ্তার করে এদিন।আবগারি দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন আপের মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং। ৯ বার তলব করা হয়েছিল খোদ আপ সুপ্রিমোকে। যদিও ক্রমাগত হাজিরা এড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। দিল্লি হাই কোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে। ১২ জন ইডি অফিসারদের দলটি কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে। শুরু হয়ে্ তল্লাশি অভিযান। রাত ৯টার কিছু পর তাঁর গ্রেপ্তারির কথা জানা যায়। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন জানায়, আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনও সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না। এরপরই আর দেরি না করে কেজরিওয়ালের বাড়িতে অভিযানে নামে ইডি।
  • Link to this news (আজকাল)