• নবীনের কাছে ডেরেকের দাবি
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের বাসিন্দাকে ওড়িশার ভদ্রকে হেনস্থা করার ঘটনায় হস্তক্ষেপ চেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। ওড়িশা এবং বাংলার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এই ঘটনা যাতে দেশের মূল নীতিতে ধাক্কা না দেয়, তার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ডেরেক। ভদ্রকে কর্মরত মুর্শিদাবাদের বাসিন্দার থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হয়। এমনকী জোর করে তাঁর ভিডিওগ্রাফি করা হয় বলেও অভিযোগ। বিজেপি নেতাদের বিরুদ্ধে ওই ব্যক্তিকে বাংলাদেশী বলে মন্তব্য করারও অভিযোগ উঠেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন।
  • Link to this news (আজকাল)