• নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল এসবিআই
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কমিশন শেষ বার্তায় সাফ জানিয়েছিল, সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআই-কে। বৃহস্পতিবার জানা গেল, সমস্ত তথ্য জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছিল, বৃহস্পতিবার বিকেলের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। বৃহস্পতিবার বিকেলে ক্রমিক নম্বর সহ সমত তথ্য জমা দিল এসবিআই। নির্বাচনী বন্ড দিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা। শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল, সমস্ত তথ্য দিতে হবে স্টেট ব্যাঙ্ককে। তারা অতিরিক্ত সময় চাইলেও, সুপ্রিম কোর্ট তা খারিজ করে জানিয়েছিল, ১২ তারিখের মধ্যে দিতে হবে তথ্য। সেই তথ্য দেওয়ার পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হলে, আদালতের তরিফে জানানো হয় তথ্য সম্পূর্ন নয়। সোমবার নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, কোনও বিশেষ তথ্য এড়িয়ে যাওয়া নয়। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এই বন্ড সংক্রান্ত সব তথ্য দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। আদালতের ভর্তসনার মুখে পড়তে হয়েছিল ব্যাঙ্ককে এদিন। সাফ বলা হয়ে, তারা যেন অসম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা না করে। সঙ্গেই জানানো হয়েছিল, এসবিআই নতুন তথ্য জমা দিলে, সেগুলি পুনরায় নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশকে।
  • Link to this news (আজকাল)