• হারিয়ে যাওয়া মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দিল চুঁচুড়া থানা ...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: মানসিক রোগী যুবতীকে বাড়ি ফিরিয়ে দিল চুঁচুড়া থানা। সন্তানকে ফিরে পেয়ে খুশি তাঁর পরিবার। সম্প্রতি চুঁচুড়া স্টেশন চত্ত্বরে গভীর রাতে টহল দেওয়ার সময় এক সন্দেহজনক এক যুবতীকে নজরে পরে চুঁচুড়া থানার কর্মরত পুলিশের। অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। যুবতীর সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন আইসি রামেশ্বর ওঝা। শুরুতে নাম ঠিকানা কিছুই বলতে পারেনি ওই যুবতী। অনেকক্ষণ কথা বলার পর বোঝা যায় যুবতী মানসিক ভাবে স্থিতিশীল নয়। তবু তিনি হাল ছাড়েননি। নানাভাবে কথা বলার চেষ্টা চালিয়ে যান আইসি। অবশেষে ভোর রাতে ওই যুবতী জানায় তাঁর গ্রামের নাম। রাতেই খোঁজ নিয়ে মুর্শিদাবাদ জেলায় লোচানপুর গ্রামের হদিস পান। কিছুক্ষণ পর যুবতী তাঁর নাম বলে। যোগাযোগ করে যুবতীর বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়। যুবতীর বাবা রেন্টু শেখ চুঁচুড়া থানায় এসে তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১০ তারিখ নিখোঁজ হয় মুর্শিদাবাদ জেলার লোচানপুর গ্রামের রেন্টু সেকের মেয়ে রেশমা খাতুন। রেন্টু সেক জানিয়েছেন, রেশমা মানসিক রোগী। এর আগেও একাধিকবার মানসিক অস্থিরতার কারণে এভাবেই ঘর ছেড়েছিল রেশমা। তবে সেক্ষেত্রে তাঁকে সংলগ্ন এলাকায় সহজেই খুঁজে পাওয়া যায়। কিন্তু এবারে তাঁকে কোনওভাবেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। চুঁচুড়া থানাকে অনেক ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পুলিশ ছিল বলে এযাত্রা রক্ষা পেয়েছে তাঁর মেয়ে। পুলিশের থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। 
  • Link to this news (আজকাল)