• উত্তরবঙ্গে পর্যটন এবং বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে বিনিয়োগের লক্ষ্যে সচেষ্ট রাজ্য সরকার। শিলিগুড়িতে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে হয়ে গেল তৃতীয় দফার সেমিনার। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায় প্রমুখ।সেমিনারের প্রধান আলোচ্য বিষয় ছিল ব্যবসা এবং পর্যটন শিল্পে জোর। শিলিগুড়ি থেকে পর্যটনশিল্পের নতুনভাবে প্রসারণ নিয়ে সেমিনারে আলোচনা হয়। এক্ষেত্রে নেপাল, বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করার কথাও এদিন আলোচনা হয়।শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি রেল স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দরকে ব্যবহার করার দিকে জোর দেন। অন্যদিকে আন্দালিব ইলিয়াস বলেন, পরিবেশ, অর্থনীতি এবং উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ সরকার এবিষয়ে সহায়তা করবে। ভাস্কর রায় বলেন, উত্তরবঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল শিক্ষা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করেছে। এছাড়াও কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, চা শিল্প, পর্যটন শিল্পেও কাজ করতে আগ্রহী। টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর ইনা বোস ঘোষণা করেন, স্বাস্থ্য, কৃষি, ওষুধ ও অন্যান্য অপ্রচলিত ক্ষেত্রে দক্ষতা তৈরিতে উদ্যোগ নিচ্ছে এই সংস্থা। 
  • Link to this news (আজকাল)