• সিএএ নিয়ে আতঙ্ক! আত্মঘাতী কলকাতার নেতাজিনগরের তরুণ
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিএএ নিয়ে আতঙ্কের কারণে আত্মঘাতী কলকাতার নেতাজিনগরের যুবক। এমনটাই অভিযোগ পরিবারের। জানা গিয়েছে, মৃতের নাম দেবাশিস সেনগুপ্ত। তাঁর বয়স ৩১ বছর। নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করেছেন মৃতের বাবা। সুভাষগ্রামে নিজের মামাবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সোনারপুর গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অনুমান, গত কয়েকদিন ধরেই সিএএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন ওই যুবক। সে কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মৃতের মামীমা জানিয়েছেন, "ওর আমাদের সঙ্গে বেরোনোর কথা ছিল। আমাদের জানায় ওর শরীর খারাপ। ফিরে এসে দেখি এই অবস্থা।" মৃতের পরিবারের সঙ্গে এদিন দেখা করতে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন, নাদিমুল হক, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, শশী পাঁজা, সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ। জানা গিয়েছে, সিএএ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র তাঁর কাছে ছিল না। পরিবারের বক্তব্য, দেবাশিসের নিজের জন্মের শংসাপত্র ছিল না। এমনকি তাঁর বাবারও নথিপত্র ছিল না বলে জানা গিয়েছে। পরিবার দাবি করেছে, দেবাশিসের জন্ম চিত্তরঞ্জন হাসপাতালে। কিন্তু, ক্যা চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগতেন তিনি যদি দেশছাড়া হতে হয়। বারবার সান্ত্বনা দেওয়া সত্ত্বেও আতঙ্ক কমেনি।
  • Link to this news (আজকাল)