• ভোটের মুখে ইস্তফা আইপিএস দেবাশিস ধরের, রাজনীতিতে যোগ? তুঙ্গে জল্পনা
    প্রতিদিন | ২২ মার্চ ২০২৪
  • গৌতম ব্রহ্ম: লোকসভা ভোটের (2024 Lok Sabha Polls) ঠিক আগে ইস্তফা এক পুলিশ আধিকারিকের। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠালেন আইপিএস (IPS) অফিসার দেবাশিস ধর। ইস্তফাপত্রে কারণ হিসেবে ব্যক্তিগত বলে জানানো হয়েছে। আর তাঁর পদত্যাগ ঘিরে জোর জল্পনা, এবার রাজনীতিতে নামতে পারেন আইপিএস দেবাশিস ধর। লোকসভা ভোটে কি প্রার্থী হবেন? তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে।

    কোচবিহারের পুলিশ সুপার (SP) হিসেবে কর্মরত ছিলেন আইপিএস দেবাশিস ধর। একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচির ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে ৬ জন সাধারণ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পর তাঁকে সাসপেন্ড (Suspend) করা হয়েছিল। পরে সাসপেনশন প্রত্যাহার হলেও কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয় তাঁকে। সূত্রের খবর, শীতলকুচির (Sitalkuchi) গুলিকাণ্ডের তদন্তভার সিআইডি-র হাতে যাওয়ার পর প্রাক্তন এসপি দেবাশিস ধরকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকারও অভিযোগ রয়েছে। সেই কারণে আইপিএসের বিরুদ্ধে তদন্তও চলছিল বলে সূত্রের খবর।

    বৃহস্পতিবার সেই আইপিএসের আচমকা ইস্তফা নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তবে ওয়াকিবহাল মহলের জল্পনা, তবে কি পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে নামছেন দেবাশিস ধর? ভোটে লড়বেন? সেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। উল্লেখ্য, এর আগেই আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ও রায়গঞ্জ (Raiganj) রেঞ্জের আইজি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেছেন। চব্বিশের ভোটে তিনি মালদহ উত্তর (Maldah Uttar) কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট পছন্দের প্রার্থী এই আইপিএস। এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পথেই কি হাঁটবেন আরেক আইপিএস দেবাশিস ধর? প্রশ্ন উঠছে।
  • Link to this news (প্রতিদিন)