• দেহ ব্যবসায় আয়ের নিরিখে প্রথম চিন, ভারত কোন স্থানে? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • টাকার বিনিময়ে দেহব্যবসা। অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে এই ব্যবসা। যদিও গোটা বিশ্বে এখনও বৈধ নয় এই ব্যবসা। তবে বিশ্বের একাধিক দেশেই রয়েছে বৈধতা। সম্প্রতি হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে দেহ ব্যবসায় কোন দেশ কত নম্বরে।দেহ ব্যবসায় কোন দেশ কত নম্বরে?চিন- বিশ্বের সব থেকে জনবহুল দেশ চিন। সেখানে দেহ ব্যবসার পরিমনও অনেক বেশি। যৌনতা বিষয়ক পণ্যের রমরমাও যেমন বেশি তেমনি এই ধরণের পণ্যের উৎপাদনো বেশি। এই দেশে বছরে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন চলে। যা অন্যান্য দেশের থেকে অনেক বেশি।

    স্পেন- চিনের পরেই উঠে আসে স্পেনের নাম। এই দেশকে দেহ ব্যবসার স্বর্গরাজ্য বলা হয়। বছরে ৫০মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয় এই দেশে।

    জাপান- স্পেনের পরেই তালিকায় আছে জাপানের নাম। এই দেশে দেহ ব্যবসা নিয়ে খুব একটা ছুৎমর্গ নেই। ফলে দেহ ব্যবসা নিয়ে আইনও বেশ সরল। সূত্রের খবর, জাপানে দেহ ব্যবসা থেকে বছরে আয়ের পরিমাণ ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

    দক্ষিণ কোরিয়া- জাপানের পরেই আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় দেহব্যবসায় বছরে আয় ১৪.৬ ডলার।

    মার্কিন যুক্তরাষ্ট্র- দেহব্যবসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য খুব একটা স্পষ্ট না হলেও বার্ষিক আয় ৭.৬ মিলিয়ন ডলার বলে জানা গেছে।

    ভারত- ভারতে দেহব্যবসা থেকে কত আয় হয় তার কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

    রাশিয়া- গত এক দশকে রাশিয়ায় দেহব্যবসার পরিমাণ বেড়ে হু হু করে। এখানেও খুব ভালো পরিমাণ টাকা আয় হয় বলে জানা গেছে।

    নেপাল- নেপালের রাজধানী কঠমান্ডু এবং পোখরায় রমরমিয়ে চলে দেহ ব্যবসা। এখানে রয়েছে বিভিন্ন রকম বাজেটের ম্যাসাজ পার্লার।

    থাইল্যান্ড- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেহব্যবসার নতুন ঠিকানা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে থাইল্যান্ড। বাইরের দেশ থেকে থেকে পর্যটকদের থাইল্যান্ড যাওয়ার অন্যতম আকর্ষণ হল দেহব্যবসা।

    আর্জেন্টিনা- ১৮৮৭ সাল থেকে এদেশে বৈধতা পেয়েছে সমকামিতা। তাই দেহ ব্যবসার ক্ষেত্রেও সমকামিতার চাহিদা তুঙ্গে। দেহ ব্যবসার মাধ্যেমে প্রত্যেক বছর পর্যটনে বিপুল পরিমাণ আয় করে আর্জেন্টিনা।

    প্রাহা- স্লোভাকিয়র প্রাহা শহর ১৯৮৯ থেকে ইউরোপের রাজধানীর তকমা পেয়েছে। সেখানে রয়েছে অসংখ্য জেন্টলম্যানস ক্লাব অথবা রিল্যাক্সেশন ক্লাব। এই সব জায়গায় খুব কম খরচে দেহ ব্যবসার রমরমা চলে।
  • Link to this news (এই সময়)