• Arvind Kejriwal News : কেজরিওয়ালের গ্রেফতারিতে বেনজির কাণ্ড! দেশের ইতিহাসে প্রথম, গ্রেফতার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার রাতে ED-র হাতে ধৃত তিনি। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন।গত কয়েকমাস আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দুর্নীতির অভিযোগেই গ্রেফতার করেছিল ED। কিন্তু, গ্রেফতারির কয়েক মুহূর্ত আগে ED আধিকারিকদের সঙ্গে নিয়েই রাজভবনে পৌঁছন তিনি। রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা করেন। তারপর ED গ্রেফতার করে হেমন্ত সোরেনকে। ফলে সেই হিসেবে কেজরিওয়ালের ঘটনা ভারতের ইতিহাসে নজিরবিহীন।

    অতীতে লালুপ্রসাদ যাদব থেকে জয়ললিতার মতো নেতানেত্রীও গ্রেফতার হয়েছিলেন। তবে সে সময় তাঁরা কেউই কুর্সিতে ছিলেন না। ফলে পদে আসীন অবস্থায় গ্রেফতার হওয়া দেশের প্রথম মুখ্যমন্ত্রী কেজরিওয়ালই।

    লালুপ্রসাদ যাদবের গ্রেফতারিRJD সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হন ২০১৩ সালে। সে বছরই গ্রেফতার হন তিনি। আর ১৯৯০ থেকে ১৯৯৭ সালের মধ্যে দু'বার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু।

    গ্রেফতার হন জয়ললিতাতামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা দুর্নীতি মামলায় গ্রেফতার হন ১৯৯৬ সালে। ২০১৪ সালে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ১৯৯১ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি একাধিক বার দক্ষিণের এই রাজ্যের মসনদে ছিলেন। তবে গ্রেফতারির বছরে তিনি পরাজিত হন DMK-র কাছে। হারাতে হয় মুখ্যমন্ত্রীর কুর্সি।

    পাশাপাশি, হরিয়ানার মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মধু কোড়াকেও গ্রেফতার হতে হয়েছিল। ওমপ্রকাশ চৌটালাকে ১০ বছরের সাজা শোনানো হয় ২০১৩ সালে। ১৯৮৯ থেকে ২০০৫-এর মধ্যে একাধিক বার তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। এদিকে মধু কোড়া ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে খনি দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হন।

    জেরার আগেই ইস্তফা দিয়েছেন, এমন নজির যেমন রয়েছে, তেমনই পদ ছাড়ার পর অভিযুক্ত হিসেবেও জেরার মুখে পড়েছেন বহু মুখ্যমন্ত্রী। কিন্তু, ভারতের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন।

    দেশজুড়ে বিক্ষোভের ডাকঅরবিন্দ কেজরিওয়ালকে ইতিমধ্যেই ED হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই আম আদমি পার্টি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাতেই জরুরি শুনানির আবেদন জানানো হয়। কিন্তু, রাতে শুনানির আর্জি খারিজ হয়ে যায়। শুক্রবার এই মামলায় শুনানি করবে দেশের শীর্ষ আদালত। এই গ্রেফতারির পর দলের পক্ষ থেকে শুক্রবার BJP হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)