Mahua Moitra : তদন্তের নির্দেশ মিলতেই তৎপর CBI, মহুয়ার বিরুদ্ধে FIR
এই সময় | ২২ মার্চ ২০২৪
তদন্ত শুরু হতে না হতেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে FIR দায়ের করল CBI। সূত্রে মারফত জানা গিয়েছে, ক্যাশ ফর কোয়্যারি মামলায় তৃণমূলের কৃষ্ণনগরের লোকসভা প্রার্থীর বিরুদ্ধে এই FIR দায়ের করা হয়েছে।গত দু'দিন আগে, ১৯ মার্চ মহুয়া মৈত্রর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলেও নির্দেশিকায় উল্লেখ করে লোকপাল। নির্দেশিকায় বলা বয়, 'CBI-কে ২০(৩) (এ) ধারার অধীনে অভিযোগের সমস্ত দিক নিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছি। এই নির্দেশ পাওয়ার পর থেকে ছয় মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে প্রতি মাসে তদন্তের গতিপ্রকৃতি নিয়েও পর্যায়ক্রমে রিপোর্ট দাখিল করবে CBI।' আগামী ছয় মাসের মধ্যে মহুয়া মামলায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে CBI-কে।
কী অভিযোগ মহুয়ার বিরুদ্ধে?ক্যাশ ফর কোয়্যারি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের লোকসভা প্রার্থী। গত বছর দেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায় এই মামলাকে কেন্দ্র করে। মহুয়া মৈত্রকে রাতারাতি সংসদ থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে তার বিনিময়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেছেন। এই নিয়ে লোকসভার এথিক্স কমিটির কাছে নালিশ জানান BJP সাংসদ নিশিকান্ত দুবে। এরপর বসে এথিক্স কমিটির তদন্ত। তাঁকে অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। মহুয়ার বিরুদ্ধে লোকসভার লগ ইন আইডি এবং পাসপোর্ট একাধিকবার অন্যত্র শেয়ার করার অভিযোগও তোলা হয়। জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে সরাসরি আঙুল তোলে BJP। তবে মহুয়া পাসওয়ার্ড শেয়ার করা কথা স্বীকার করলেও জানান কোনও নিয়ম তিনি লঙ্ঘন করেননি। ক্যাশ ফর কোয়্যারির অভিযোগও উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নেত্রী। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরই ভরসা রেখেছেন। কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবারও তিনি জোড়াফুলের লোকসভা প্রার্থী।
লোকসভার আগে রাজনৈতিক অভিসন্ধি?লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর রণংদেহী মেজাজেই তৃণমূলের এই দাপুটে নেত্রী বলেছিলেন, 'আমি এর শেষ দেখে তবে ছাড়ব।' লোকসভার আগে লোকপালের CBI তদন্তের নির্দেশে অন্যরকম গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। এবার লোকসভা ভোটের মুখে তাঁর বিরুদ্ধে FIR নিয়েও রাজনৈতিক অভিসন্ধি দেখছে জোড়াফুল। এরপর CBI ঠিক কী পদক্ষেপ নেয়, কোন দিকে এগোয় তদন্ত, সেটাই দেখার।