Same Sex Marriage: সমকামী পরিচয় দিলেই পেতে হবে সাজা, কড়া আইনের ফাঁসে আফ্রিকার দেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
Same Sex Marriage-Africa:
তবে, বিশ্বের সব দেশ এই ধারণায় বিশ্বাসী নয়। অতি সম্প্রতি জাপানের আদালত সমকামিতাকে অবৈধ করার বিরুদ্ধে মত প্রকাশ করেছে। থাইল্যান্ড আবার সমকামিতাকে স্বীকৃত দেওয়ার জন্য আইন তৈরির পথে এগিয়েছে। এশিয়ার আরও দুই দেশ নেপাল আর তাইওয়ান এই ব্যাপারে আগেই এগিয়ে গিয়েছে। দুই দেশই সমকামি সম্পর্ককে আইনগতভাবে মেনে নিয়েছে। শুধু তাই নয়, ভারতেও এই ব্যাপারে বিভিন্ন সংগঠন এবং সমকামীরা আন্দোলনের রাস্তায় হেঁটেছেন। আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন আন্দোলনকারীরা।