• ২৫ জুন থেকে শুরু কলকাতা লিগ, ভূমিপুত্র নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল...
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগের বছরের মতো এবছরও কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হবে ২৫ জুন। বৃহস্পতিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন লিগের ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে এই ডিভিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলার ফুটবলের উন্নতিতে স্থানীয় ফুটবলার তুলে আনার লক্ষ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে প্রথম একাদশে সাতজন ভূমিপুত্র এবং চারজন ভিন রাজ্যের ফুটবলার খেলানোর নিয়ম চালু করার প্রস্তাব দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অধিকাংশ ক্লাবই সচিবের প্রস্তাবকে স্বাগত জানায়। তবে কয়েকটা ক্লাব এই প্রস্তাবের বিরোধিতা করে। অনির্বাণ দত্ত জানান, শীঘ্রই আবার ক্লাবগুলোর সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এদিনের বৈঠকে ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ এবং নজরুল ইসলাম। তার আগে প্রিমিয়ার এবং প্রথম ডিভিশন লিগ কমিটির সঙ্গেও বৈঠক হয় আইএফএ কর্তাদের। প্রসঙ্গত, গত বছর প্রথম একাদশে সাতজন ভূমিপুত্র খেলানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্লাব দল গড়ে ফেলায় ঠিক হয়, আগামী মরশুম থেকে এই নিয়ম চালু হবে। সেই অনুযায়ী আসন্ন মরশুম থেকে ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু করতে চায় আইএফএ। 
  • Link to this news (আজকাল)