• ধোনি নেতৃত্ব ছাড়ার পর আবেগতাড়িত পোস্ট রোহিতের
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো একটা যুগের অবসান। ক্যাপ্টেন‌দের মিটের পরই এই খবর প্রকাশ্যে আসে। আইপিএলের জন্মলগ্ন থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল জিতেছে। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন রোহিত শর্মা। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আইপিএল শুরুর আগেই তাঁকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে‌ অধিনায়ক করে মুম্বই। এদিন সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন রোহিত। সেখানে একে অপরের সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন দুই মহাতারকা। সঙ্গে একটা হ্যান্ডশেক ইমোজি দেন। ফ্র্যাঞ্চাইজির এক্স অ্যাকাউন্টে ধোনির নেতৃত্বে ছাড়ার কথা জানায় চেন্নাই ম্যানেজমেন্ট। তারপর একটি বিবৃতি দেওয়া হয়। রোহিতের পর নেতৃত্বহীন ধোনিও। ক্যাপ্টেন কুলের অধীনেই ভারতীয় দলে অভিষেক হয় রোহিত শর্মার। একের পর এক ম্যাচে রান না পেলেও তাঁকে সুযোগ দিতেন ধোনি। যা নিয়ে অনেক প্রশ্নও উঠত। সেই সুযোগ কাজে লাগিয়েই জাতীয় দলের নিজের জায়গা পাকা করেন রোহিত। এরপর আইপিএলে ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত, দশ বছর অধিনায়ক হিসেবে একে ওপরের মুখোমুখি হয়েছেন। ধোনির নেতৃত্ব ছাড়ার দিন হাত মেলাতে যাওয়ার ছবি দিয়ে রোহিত বুঝিয়ে দিলেন, দু"জনেই এবার একই পথের পথিক। 
  • Link to this news (আজকাল)