• কেজরিওয়ালই প্রথম গ্রেপ্তার হওয়া মুখ্যমন্ত্রী
    আজকাল | ২২ মার্চ ২০২৪
  •  আজকাল ওয়েবডেস্ক: আপ সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার আবগারি দুর্নীতি মামলায়। এই খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পর, গ্রেপ্তারির আগে বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। কেজরিওয়াল প্রথম ভারতের ইতিহাসে, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন। পরিসংখ্যান বলছে, স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা ঘটেনি আগে। তবে আপের তরফ থেকে সাফ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী পদে থাকবেন তিনিই। এর আগে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হন। তবে গ্রেপ্তারির ঠিক আগে, তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেন। জানা যায়, অ্যারেস্ট মেমোতে সই করার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার শর্ত রেখেছিলেন সোরেন। তাঁর উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসবেন কে, তাও পরিস্কার হয়ে যায় অল্প সময়েই। তবে কেজরিওয়ালের ক্ষেত্রে সেটা হবে না। মুখ্যমন্ত্রীর পদে যে তিনিই বহাল থাকবেন সেকথা ইতিমধ্যে জানিয়েছে তাঁর দল। মন্ত্রী অতিশি এই গ্রেপ্তারিকে বিজেপি এবং নরেন্দ্র মোদির ষড়যন্ত্র বলে দাবি করেছেন। সঙ্গেই তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজনে দিল্লির সরকার চলবে জেল থেকেই। ইডি কর্তারা কেজরিওয়ালের বাড়ি যাওয়ার পর থেকেই নিরাপত্তা কড়া হয়েছিল। তাঁর গ্রেপ্তারির খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েছেন দলীয় নেতা কর্মী, সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ সুপ্রিমোর বাড়ির এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। আগামিকাল আদালতে পেশ করা হবে তাঁকে।
  • Link to this news (আজকাল)