• kolkata Rain : আজ দিনভর ঝড়-বৃষ্টি, শনিতেই দুর্যোগে বিরাম!
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • মার্চে নজিরবিহীন পারদ পতন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় চলছে বৃষ্টি। আর এর জেরে ঠান্ডার আমেজ থাকতে পারে। তবে তা স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দিনে তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।ভরা বসন্তে বর্ষার আমেজ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৪ সালের পর কার্যত রেকর্ড। শুক্রবারও দিনভর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

    শুক্রবার কোন কোন জেলায় বৃষ্টি?

    শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , নদিয়া এবং মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

    বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
  • Link to this news (এই সময়)