• Arvind Kejriwal Net Worth : ৯৭ লাখি পর্দা-৩ কোটির মার্বেল বসানোর অভিযোগ, 'আম আদমি' কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ কত?
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রথম দেশের ইতিহাসে কোনও বর্তমান মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। দিল্লি হাইকোর্ট তাঁকে রক্ষাকবচে না দেওয়ায় তৎপর হয় ED। কয়েকঘণ্টার মধ্যেই তাঁর বাসভবনে রেড এবং তারপরই গ্রেফতারি। এখনও পর্যন্ত আবগারি দুর্নীতি মামলায় ছ'টি চার্জশিট ফাইল করেছে ED। ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারির পরই চর্চায় এসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ। কত টাকার মালিক কেজরিওয়াল?লাখ টাকার পর্দা?অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পাঁচ থেকে আট লাখ টাকার পর্দা রয়েছে বলে অভিযোগ BJP-র। তাঁর বাসভবনে মোট ২৩টি পর্দা লাগাতে ৯৭ লাখ টাকা খরচ করা হয়েছে বলে দাবি করে গেরুয়া শিবির। এ ছাড়াও কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি ভিয়েতনাম থেকে আনা তিন কোটি টাকার মার্বেল বসিয়েছেন বাড়িতে। ছ'টি কার্পেট কিনেছেন মোট ১৯ লাখ ৮৯ হাজার টাকায়। বাসভবনের অন্দরসজ্জার জন্য না কি দিল্লির মুখ্যমন্ত্রী খরচ করেছেন ১১ কোটি ৩০ লাখ টাকা। এমনটাই বিস্ফোরক দাবি পদ্ম শিবিরের। নৈতিকভাবে তাঁর এই বিলাসবহুল জীবনযাপনের কারণে কেজরিওয়ালের ইস্তফাও দাবি করে BJP।

    ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ED-রআবগারি দুর্নীতি মামলায় যে অভিযোগগুলি আনা হয়েছে তাতে একাধিকবার অরবিন্দ কেজরিওয়ালের নাম উঠে আসে। ED-র অভিযোগ, অভিযুক্তরা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বর্তমানে প্রত্যাহার করে নেওয়া দিল্লির আবগারি নীতি মারফত ফায়দা তুলতে ধৃত BRS নেত্রী কে কবিতা আপ সুপ্রিমো এবং মণীশ সিসোদিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনটা সম্প্রতি জানিয়েছে ED। আপের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ কেন্দ্রীয় এই এজেন্সির।

    কত সম্পত্তির মালিক দিল্লির মুখ্যমন্ত্রী?২০২০ সালে নির্বাচন কমিশনে জমা করা হলফনামা অনুযায়ী, কেজরিওয়াল মোট ৩ কোটি ৪৪ লাখ টাকার মালিক। সে সময় তাঁর কাছে নগদ ছিল ১২ হাজার টাকা। স্ত্রীর কাছে ছিল নয় হাজার টাকা। পরিবারের মোট ছ'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেখানে মোট ৩৩ লাখ ২৯ হাজার টাকা জমা রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নামে কোনও ঋণ নেই। পরিবারের কাছে মোট ৪০ হাজার টাকার রুপো এবং ৩২ লাখ টাকার সোনা রয়েছে। স্ত্রীর নামে ১৫ লাখ ৩১ হাজার টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। কেজরিওয়ালের কোনও গাড়ি নেই। স্ত্রীর নামে যদিও ৬ লাখ ২০ হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে। স্ত্রীর নামেই হরিয়ানার গুরুগ্রামে একটি ১ কোটি মূল্যের বাড়ি রয়েছে। ১ কোটি ৭৭ লাখ টাকার জমি রয়েছে গাজিয়াবাদ এবং হরিয়ানায়।
  • Link to this news (এই সময়)