• Arvind Kejriwal Arrested Live : দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টার ঘেরাওয়ের হুঁশিয়ারি আপের, ডাক কংগ্রেসকেও
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় তাঁকে ন'বার তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, একবারও তিনি হাজিরা দেননি। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য রক্ষাকবচ চেয়েছিলেন কেজরিওয়াল। তবে সেই আর্জি খারিজ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে তল্লাশি চালাতে পৌঁছয় ED। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ফুঁসে উঠেছে আপ সহ বিরোধী দলগুলি। এর জবাব ইন্ডিয়া জোট দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধী।লাঞ্চের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়া হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে।অঘোষিত এমারজেন্সি চলছে। মত বিরোধীদের।আম আদমি পার্টির হেডকোয়ার্টারে বাড়ানো হয়েছে নিরাপত্তা।ITO মেট্রো স্টেশন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। একাধিক রুটে ট্রাফিক অ্যাডভাইসরি জারি করেছে দিল্লি পুলিশ।

    সুপ্রিম কোর্টে শুক্রবার কেজরিওয়াল মামলার শুক্রবার সকালে শুনানি রয়েছে। রাজনৈতিক মহলের নজর সেদিকেই।আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, 'আমি মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু, তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে এমনটা করা হচ্ছে?'কেজরিওয়ালের বাসভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তা। ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।দিল্লিতে BJP হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখাবে আপ। আহ্বান জানানো হয়েছে কংগ্রেসকেও।সোমবার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে আম আদমি পার্টি।রিফ্রেশ করতে থাকুন...
  • Link to this news (এই সময়)