• Arvind Kejriwal Latest News : জেল থেকে সরকার চালাতে পারবেন কেজরি? কী বলছে আইন?
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • দিল্লি আবগারি দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত গ্রেফতারই করা হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে ED। দিল্লি হাইকোর্টে তাঁর আগামী জামিনের জন্য রক্ষাকবচের আর্জি খারিজ হতেই রাতে অ্যাকশন নেয় কেন্দ্রীয় এজেন্সি। এই গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। শুক্রবার সকালে রয়েছে শুনানি। তবে ইস্তফা দেবেন না কেজরিওয়াল। জেল থেকেই সরকার চালাবেন তিনি। ঘোষণা করেছে দল। এমনটা কি সম্ভব? কী বলছে আইন?জেল থেকে সরকার চালানো সম্ভব?আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারির পর ইস্তফা দেওয়া বাধ্যতামূলক নয়। গ্রেফতার হওয়ার অর্থ আইনের চোখে যে দোষী নয়। কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে তাঁর পদ চলে যায় না। তবে এক্সপার্টও এটিও খতিয়ে দেখছেন, জেল থেকে সরকার চালানো আদৌ কতটা বাস্তবচিত। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে তেমনটা সম্ভব কি না, সেটিও বিচার করে দেখা হচ্ছে। জেলের নিয়মবিধির উপরও অনেক কিছু নির্ভর করছে।

    লোকসভার প্রাক্তন মহাসচিব এবং সংবিধান বিশেষজ্ঞ পি ডি টি আচার্যর মতে, 'ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ক্যাবিনেট মিটিং সম্ভব। তবে জেল থেকে ক্যাবিনেট মিটিং করার জন্য জেল প্রশাসনের অনুমতির প্রয়োজন। অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হলে এবং কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দিলে তিনি জেল থেকেই সরকার চালাতে পারবেন। দুর্নীতি মামলায় গ্রেফতারির পর মামলা চালানোর জন্য রাজ্যপালের মঞ্জুরী নেওয়া বাধ্যতামূলক। ফলে জেল থেকে সরকার চালানো কতটা বাস্তবচিত তা বিচারযোগ্য। অনেকটাই নির্ভর করবে আদালতের নির্দেশের উপর।'

    ইস্তফা দিতে হবে কেজরিওয়ালকে?মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন এই প্রথম কেউ গ্রেফতার হলেন এ দেশে। গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পদত্যাগ করেছিলেন। তাঁর জায়গায় দায়িত্বভার গ্রহণ করেন চম্পাই সোরেন। জয়ললিতার গ্রেফতারির পর তাঁর জায়গায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসেন পরিরসেলভম। বিহারে লালু প্রসাদ যাদবের গ্রেফতারির পর তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন স্ত্রী রাবড়ি দেবী। তবে অরবিন্দ কেজরিওয়ালও কি এবার ইস্তফা দেবেন?

    দিল্লি সরকারের মন্ত্রী অতিশি বলেন, 'কেজরিওয়াল প্রয়োজনে জেল থেকেই সরকার চালাবেন। তিনি ইস্তফা দেবেন না।' সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, 'কোও মুখ্যমন্ত্রী যদি পদে থাকাকালীন গ্রেফতার হন অথবা জেলবন্দি হন, তাহলেও তাঁর ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এমন কোনও বিষয় উল্লেখ নেই, পদত্যাগ করাই বাধ্যতামূলক। কোনও মুখ্যমন্ত্রী জেলবন্দি হলে তাঁর পদত্যাগ করার কোনও আইন বাধ্যবাধকতা নেই।' সুপ্রিম কোর্টের অপর আইনজীবী জ্ঞানন্ত সিং বলেন, 'সাজাপ্রাপ্তের ছয় বছর পর্যন্ত ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দোষীরা সংসদ কিংবা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। জেলবন্দি অভিযুক্ত মন্ত্রী পদেও থাকতে পারেন।'
  • Link to this news (এই সময়)