• ED Cases Against Opposition Leaders: মোদী আমলে ইডি র‍্যাডারে ৯৫ শতাংশ বিরোধী নেতা, মামলার সংখ্যা বেড়েছে ৪ গুণ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই আদালতে পেশ করা হবে আপ সুপ্রিমোকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন উত্তর দিল্লির সিভিল লাইনে পৌঁছয় ইডি-র গোয়েন্দা দল। দিল্লি হাইকোর্ট এদিন আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। তবে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন। জেল থেকেই তিনি সরকার চালাবে বলেই জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)। সূত্রের খবর, গতকাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি কেজরিওয়াল। পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন রাহুল গান্ধী।

    ]
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)