Arvind Kejriwal Arrested: কী এই আফগারি দুর্নীতি? কীভাবে এই মামলায় নাম জড়াল কেজরিওয়ালের?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই আদালতে পেশ করা হবে আপ সুপ্রিমোকে।
কেসিআর কন্যা কে কবিতা এই মামলায় গ্রেফতারের পরই, ১৮ মার্চ ইডি অভিযোগ করে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী। কে কবিতা এবং অন্যদের সঙ্গে কেজরি, মনীশ সিসোদিয়া-সহ আপের শীর্ষ নেতারা দিল্লির আবগারি নীতি নিয়ে ষড়যন্ত্র করেছিলেন। তাদের কীভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায়, তা আলোচনা হয়। এর বিনিময়ে, সাউথ লবির কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিল আপ নেতৃত্ব।