Lok Sabha Election : কাউন্সিলরদের 'গুরুদায়িত্ব', কলকাতা দক্ষিণের নির্বাচনী কমিটি নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের
এই সময় | ২২ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে সামান্যতম খামতি রাখতে নারাজ তৃণমূল। এবার কলকাতা দক্ষিণ কেন্দ্রের নির্বাচনী কমিটিতে সমস্ত কাউন্সিলরের নামই রাখা হল। এই লোকসভা কেন্দ্রের আওতায় যে পুরসভাগুলি রয়েছে সেখানকার সমস্ত তৃণমূল কাউন্সিলর থাকবেন কমিটিতে। শুক্রবার সকালে এই তালিকার কথা জানানো হয়েছিল।এর আগে কলকাতা দক্ষিণের নির্বাচনী কমিটির সদস্য তালিকায় দুই বার নামের বদল করা হয়েছিল। তালিকায় আগে কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং এবং কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নাম যোগ করা হয়।
প্রথমে কমিটিতে না থাকা নিয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংয়ের কণ্ঠে। তিনি সেই সময় বলেছিলেন, ‘দল হয়তো কমিটিতে আমাকে রাখার প্রয়োজন মনে করেনি। তবে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে দলের প্রার্থী মালা রায়কে জেতানোর জন্য যা যা দায়িত্ব রয়েছে তা পালন করব।'
পরে অবশ্য তালিকায় তাঁর নাম যোগ করেন তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার।
এরপর ফের একবার তৃণমূলের দক্ষিণ কলকাতা ইলেকশন কমিটির সদস্য সংখ্যার তালিকা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়। সেখানে সমস্ত কাউন্সিলরদের সদস্য করার কথা বলা হয়েছে।
এই কেন্দ্রের প্রার্থী মালা রায়। তিনি গত বারের জয়ী সাংসদ এবং দীর্ঘদিনের রাজনীতিক। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, তিনি কার্যত হাতের তালুর মতো সংশ্লিষ্ট এলাকাকে চেনেন। পাশাপাশি তিনি কাউন্সিলরও। সেই জায়গায় তাঁর অতিরিক্ত জনসংযোগের একটি ক্ষেত্র তৈরি হয়। সেক্ষেত্রে সমস্ত কাউন্সিলরদের কমিটিতে সংযুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, সংশ্লিষ্ট কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি BJP। একদিকে যখন প্রচার ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা সেই সময় কেন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি? তা নিয়ে প্রশ্ন দলের অন্দরেই। কেন নির্ঘণ্ট ঘোষণার এতদিন পরেও তালিকা ঘোষণা করা হচ্ছে না! তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করতে চলেছে বাম এবং কংগ্রেস। কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে বামেদের প্রার্থী সায়েরা শাহ হালিম। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচার ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন বামেরাও। সায়েরা শাহ হালিমকে সামনে রেখে প্রচার সারছেন বামেরাও। এখন দেখার নির্বাচনের পর সংশ্লিষ্ট কেন্দ্রে শেষ হাসি কে হাসে!