Mamata Banerjee On Arvind Kejriwal : ‘গণতন্ত্রের উপর নির্মম আঘাত’, কেজরির পাশে দাঁড়িয়ে বার্তা মমতার
এই সময় | ২২ মার্চ ২০২৪
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি নিয়ে খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গ্রেফতারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন। কেজরির প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তাঁরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’
বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য হয়ে ডেরেক ও ব্রায়েন এবং নাদিমুল হক নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে।
প্রসঙ্গত, আবগারি সংক্রান্ত মামলায় গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন দেশে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। কেজরির গ্রেফতারের পরেই দেশের একাধিক বিরোধী দলের তরফে এর প্রতিবাদ জানানো হয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ অন্যান্য একাধিক দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনার প্রতিবাদ করেন। যদিও, আগেই তৃণমূল কংগ্রেসের তরফে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন প্রতিবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আগেও অর্ডিন্যান্স জারি করে কেজরিওয়ালের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যেখানে একজন মুখ্যমন্ত্রী এবং বিরোধী মুখকে এভাবে গ্রেফতার করা হল, সেখানে সুষ্ঠু নির্বাচন কী ভাবে আশা করতে পারি।’ উল্লেখ্য, আবগারি মামলায় এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি নয়বার তলব এড়িয়েছেন। এরপর বৃহস্পতিবার তাঁর বাড়িতে তল্লাশি জিজ্ঞাসাবদ করতে যায় ইডি। এরপরই তাঁকে গ্রেফতার করেন হয়।