• রাজ্যে ভোট কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি, এখন কোন স্তরে কত টাকা মেলে?
    এই সময় | ২২ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনিকস্তরে চূড়ান্ত প্রস্তুতি। এত বড় নির্বাচন, আর তা সঠিকভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেন প্রচুর ভোট কর্মী। এবার ভোট কর্মীদের ভাতা বা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানাল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই বিষয়টিতে নির্বাচন কমিশন নজর দিক, এমনটাই আবেদন জানাচ্ছেন মঞ্চের সদস্যরা।এই প্রসঙ্গে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী একটি বিবৃতিতে জানান, '২০১৪ সালের পর থেকে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি হয়নি। আমরা অনেকবার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। দাবিটি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তা জানা যায়নি। আমরা দাবি করছি সমস্ত ভোট কর্মী, গণনা কর্মী এবং বিএলওদের সম্মানজনক ভাতা বৃদ্ধি করা হোক। বিএলওদের সারা বছর কাজ করিয়ে বছরে দেওয়া হয় মাত্র ৩৫০০ টাকা। অন্য সমস্ত দিকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভ্রুক্ষেপ নেই! এই দাবির প্রতি নজর দিক নির্বাচন কমিশন।' একনজরে জেনে নেওয়া যাক এখন কোন স্তরে কত টাকা ভাতা পাওয়া যায় -

    পদনূন্যতম পারিশ্রমিকসেক্টর অফিসার / জোনাল ম্যাজিস্ট্রেট১,৫০০ টাকাপ্রিসাইডিং অফিসার / কাউন্সিং সুপারভাইজার৩৫০ টাকা (প্রতিদিন)পোলিং অফিসার / কাউন্সিং অ্যাসিস্ট্যান্ট২৫০ টাকা (প্রতিদিন)চতুর্থ শ্রেণি১৫০ টাকা (প্রতিদিন)প্যাজেডজ লাঞ্চ / লাইট রিফ্রেশমেন্ট১৫০ টাকা (প্রতিদিন জনপ্রতি)ভিডিয়ো সারভিল্যান্স টিম, ভিডিও ভিউয়িং টিম, অ্যাকাউন্সিং টিম, এক্সপেন্ডেচার মনিটরিং কন্ট্রাল রুম অ্যান্ড কল সেন্টার স্টাফস, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, ফ্লায়িং স্কোয়াডস, স্ট্যাটিক সারভিল্যান্স টিম ও এক্সপেন্ডেচার মনিটরিং সেলপ্রথম ও দ্বিতীয় শ্রেণি ১,২০০ টাকাতৃতীয় শ্রেণি ১,০০০ টাকাচতুর্থ শ্রেণি ২০০ টাকাইনকাম ট্য়াক্স ইন্সপেক্টর ১,২০০ টাকা

    বুথ থেকে শুরু করে কন্ট্রোল রুম, অর্থাৎ সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকে এই সমস্ত ভোট কর্মীদের। এই সমস্ত কর্মীদের ছাড়া, ভোটের কাজ পরিচালনা করা কার্যত সম্ভব নয়। অনেক সময় নির্বাচনে রাজনৈতিক দলগুলির সংঘর্ষের মাঝে পড়ে, বা দুষ্কৃতীদের হামলার ঘটনায় ভোট কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তারপরেও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ চালিয়ে যান ভোট কর্মীরা। তবে এবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব তাঁরা।
  • Link to this news (এই সময়)