Anna Hazare On Kejriwal Arrest : 'কর্মের ফল! আমার কথা শুনলে...', কেজরির গ্রেফতারি নিয়ে মুখ খুললেন গুরু আন্না হাজারে
এই সময় | ২২ মার্চ ২০২৪
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। এই নিয়ে এবার মুখ খুললেন আন্না হাজারে। তিনি বলেন, 'আমি মর্মাহত। কারণ উনি আমার কথা কখনও শোনেননি।'কেজিরওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর একসময়কার গুরু আন্না হাজারে বলেন, 'কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর সরকারের আবগারী নীতি নিয়ে আমি দু'বার চিঠি লিখেছিলাম। আমি দুঃখ পেয়েছিলাম। উনি আমার কথা শোনেননি। এবার তাঁকে গ্রেফতার হতে হল।' তাঁর সংযোজন, 'অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া যখন নতুন নতুন এসেছিলেন, আমি বলেছিলাম সর্বদা দেশের ভালোর জন্য কাজ করবে। তবে তাঁরা দু'জনেই এই নির্দেশ শোনেননি। আর আমি ওঁকে কোনও উপদেশ দেব না। আইন আর সরকার যা করার করে নিক। কেজরিওয়ার নিজের কর্মের ফল ভোগ করছেন।'
২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। সেই সময় আন্নার আন্দোলনে শামিল হন অরবিন্দ কেজরিওয়াল। সেই আন্দোলনের হাত ধরেই খ্যাতির শিরোনামে উঠে আসেন তিনি। ২০১২ সালে নিজের রাজনৈতিক দলও গঠন করেন। পরে নিজের দল আম আদমি পার্টি নিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেন। সেই থেকেই গুরু আন্না হাজারের সঙ্গে মতান্তর তৈরি হয় তাঁর।
দিল্লির নয়া আবগারি নীতি ২০২১ সালে কার্যকর হয়। তবে শুরু থেকেই তা নিয়ে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে সমালোচনার মুখে এই আইন প্রত্যাহার করে নেয় দিল্লির আপ সরকার। এই নীতি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। CBI-এর হাতে যায় তদন্তের ভার। আর্থিক তছরুপের অভিযোগ মামলা করে ED-ও।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল সহ মোট চার বড় নেতা গ্রেফতার হয়েছেন। গত বছর ২৬ ফেব্রুয়ারি মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। এরপর গত বছর ৪ অক্টোবর ED আম আদমির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে। তারপর চলতি মাসের ১৫ তারিখ তেলঙ্গালার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কে কবিতাকেও গ্রেফতার করা হয়।
বর্তমানে ED দফতরে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে শুক্রবার পিএমএলএ কোর্টে হাজির করা হবে। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি। কিন্তু, সেই মামলা তুলে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ন'বার তিনি ED-র হাজিরয়া এড়িয়ে যান। এরপর বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।