• Geeta LLB: ‘মেয়েকে উচ্চ শিক্ষিত দেখতে চেয়েছিলেন উনি…’, ‘গীতা LLB’-র হিয়া আজও অনুভব করেন বাবার আক্ষেপ?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • শুধু সিরিয়ালে যে তিনি ন্যায়ের পথে অভিনয় করেন, এমন না। বরং, স্টার জলসা সিরিয়াল খ্যাত অভিনেত্রী গীতা LLB এর হিয়া, নিজের ব্যক্তিগত জীবনেও ন্যায়ের পথে চলেন। সেকথা শেয়ার করেন অভিনেত্রী নিজেই।

    তবে, এখন তিনি মেয়ের জনপ্রিয়তা মেনে নিয়েছেন। শুধু তাই নয়, সন্ধে হলেই টিভি চালিয়ে বসে পড়েন তিনি। মেয়ের সিরিয়াল দেখতে বেশ ভালবাসেন। এখন সে মেয়ের গুণগ্রাহী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)