• Kanchan-Shreemoyi: ‘কাঞ্চনের সঙ্গে শোয়ার ঘরে শারীরিকভাবে ভালই আছি…’, স্পষ্টবাদী ‘নববধূ’ শ্রীময়ী!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ে করার পর থেকেই আলোচনার শেষ হচ্ছে না। বছর ২৭ এর বড় কাঞ্চন মল্লিককে বিয়ে করে আলোচনার শীর্ষে অভিনেত্রী। কেউ কেউ তাঁদের ব্যাক্তিগত সম্পর্কে ঢুকে পড়ে, নানা কথা বলছেন। যেমন, কথা বলছেন তাদের সংসার নিয়ে, তেমনই কথা উঠছে কাঞ্চনের বারবার বিয়ে করা নিয়েও।

    উল্লেখ্য, কাঞ্চনের পূর্ববর্তী সম্পর্ক শেষ হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অভিনেতা হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন। মার্চ মাসের ২ তারিখ তারা বিয়ে করেন সাড়ম্বরে। তবে, অবশেষে তারা মুখ খুলছেন। এমনকি, নিজেদের সম্পর্ক নিয়েই জাহির করছেন সর্বত্র।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)