• Motivational video: একচালা ঘরে থেকে IAS হওয়ার লক্ষ্যে অবিচল, কিশোরের ‘আত্মবিশ্বাসকে স্যালুট’ জানাল নেটপাড়া
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • বস্তির এই কিশোর চাই বড় হয়ে IASহতে। নিষ্পাপ শিশুর এই ভিডিও আপনার চোখে জল আনবে।

    এই ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে। এখন পর্যন্ত ১.২ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রায় ১১ লাখ মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ মন্তব্যে নিষ্পাপ শিশুর স্বপ্নের প্রশংসা করছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি ভারতের ভবিষ্যত প্রজন্ম। এমন ভারতের স্বপ্ন এপিজে আবদুল কালাম স্যার দেখেছিলেন।’ অন্য একজন ব্যবহারকারী শিশুটির প্রশংসা করে লিখেছেন, ‘আত্মবিশ্বাসকে স্যালুট।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)