• Anna Hazare On Arvind Kejriwal: ‘কর্মের ফল’, শিষ্য কেজরিওয়ালের দুর্দিনে আক্ষেপ ‘গুরু’ আন্না হাজারের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকালই দিল্লির কথিত অফগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। এবার কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন আন্না হাজারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে সমাজকর্মী আন্না হাজারে বলেছেন, ‘নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন কেজরিওয়াল’।

    আন্না আরও বলেছেন যে আমি মদ নীতি নিয়ে কেজরিওয়ালকে দুবার চিঠিও লিখেছিলাম, কিন্তু তিনি আমার কথা শোনেননি। আন্না বলেন, আমার কথা না শোনার ফল আজ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেছিলেন যে মনীশ সিসোদিয়া এবং কেজরিওয়াল যখন আমার সাথে কাজ করতেন, আমি তাদের সর্বদা বলতাম যে জনকল্যাণ আমাদের কাজ, কিন্তু তারা দুজনেই আমার কথা শোনেননি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)