Delhi Excise Policy: কেজরিওয়ালের পর বিরাট বিপাকে কেসিআর কন্যা, খারিজ হল জামিনের আবেদন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ মার্চ ২০২৪
দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া BRS নেত্রী কে কবিতার জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও, আদালত বলেছে যে তাকে এ জন্য তাঁকে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। বিআরএস নেত্রী কবিতার আবেদনের বিষয়ে ইডির কাছে ছয় সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। ইডি বলছে, তল্লাশির সময় কবিতার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।
দিল্লির মদ নীতির মামলায়, ইডি এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ২৪৫ টি স্থানে অভিযান চালিয়েছে এবং মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিনহা এবং বিজয় নায়ার সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কে কবিতাকে ১৫ মার্চ হায়দরাবাদে তার বাসভবন থেকে ইডি গ্রেফতার করে। গ্রেফতারের পরে, ইডি দল কবিতাকে হায়দরাবাদ থেকে দিল্লি নিয়ে আসেন। যেখানে তাকে আদালতে পেশ করা হয়। আদালত কে. কবিতাকে ২৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।